ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন শীর্ষক সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন শীর্ষক সম্মেলন

ঢাকা: আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ঢাকা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসা উন্নয়ন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানি সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মো. আবদুল জলিল, মো. ফজলুল করিম, এস এম জাফরসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ।

সম্মেলনে হাবিবুর রহমান বিনিয়োগের গুণগত মান সম্পর্কে সবাইকে সতর্ক হওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএইচএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।