ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনে ব্যাংকের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুস সালাম প্রধান অতিথির ও ব্যাংকের ডিএমডি হাসান ইকবাল বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নুরুল আলমসহ বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপকেরা এতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করে তা বাস্তবায়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।

দেশের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যিক ঋণের পাশাপাশি ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীর মধ্যে শস্য ঋণ, কৃষি উপকরণ ও যন্ত্রপাতি সরবরাহের কথাও বলেন তিনি।

এছাড়া, তিনি নারী উদ্যোক্তাদের এসএমই ঋণ প্রদান এবং স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিং হিসাব খোলার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।