ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংক-গ্রিন লাইফ মেডিকেল চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ন্যাশনাল ব্যাংক-গ্রিন লাইফ মেডিকেল চুক্তি

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেড এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে ব্যাংকের কার্ড ডিভিশনের সমঝোতা চুক্তি সই হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।



ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এমএ ওয়াদুদ এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মাইনুল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি হস্তান্তর করেন।

চুক্তির ফলে ন্যাশনাল ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা হাসপাতালের বিভিন্ন মেডিকেল পরীক্ষা-নিরীক্ষা, কেবিন ভাড়া ও বিভিন্ন সেবার ওপর আকর্ষণীয় ছাড় পাবেন।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান এবং গ্রিন লাইফ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিফ অ্যাকাউট্যান্ট ইন্দ্রজিৎ কুমার মণ্ডল।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।