ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেডিও-গণযোগাযোগ-বিটিভিতে প্রচারণায় ‘এনবিআর’

স্টাফ করসেপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
রেডিও-গণযোগাযোগ-বিটিভিতে প্রচারণায় ‘এনবিআর’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সব শ্রেণির জনসাধারণকে রাজস্ব দিতে উদ্ধুদ্ধ, রাজস্ব সচেতনতা বৃদ্ধি, রাজস্ব আইন সম্পর্কে ব্যাপক প্রচারণার চালানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সেক্ষেত্রে কমিউনিটি রেডিও, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও গণযোগাযোগ অধিদফতরের সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।



রোববার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে  এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, মূসক, আয়কর ও শুল্ক দেওয়ার গুরুত্ব, পদ্ধতি, রাজস্ব প্রদান করে অংশীজন হওয়াসহ রাজস্ব বোর্ডের কর্মকাণ্ড প্রচারণায় স্থান পাবে। একইসঙ্গে এতে সব মানুষকে সম্পৃক্ত করতে এনবিআরের নেওয়া রাজস্ব সংলাপ, রাজস্ব বোর্ড থেকে প্রাপ্ত সেবা সম্পর্কেও প্রচারণা চালানো হবে।

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নতুন মূসক আইন- এমনটা জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, বাস্তবায়ন হবে ভ্যাট অনলাইন প্রকল্প। প্রাথমিকভাবে বিটিভিতে প্রচার হবে ভ্যাট আইন ও অনলাইন সম্পর্কে। এছাড়া কমিউনিটি রেডিও, গণযোগাযোগ ও বিটিভির সঙ্গে দেশের আপামর জনগণ জড়িত। রাজস্ব প্রচারণার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি হবে, যোগ করেন চেয়ারম্যান।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ‘দেশ গঠনে রাজস্ব প্রদান নৈতিক দায়িত্ব’ ও রাজস্ব ‘উন্নয়নের অক্সিজেন’ এ সম্পর্কে জানান দেওয়া। বিশেষ করে তরুণ প্রজন্মকে।

চেয়ারম্যান জানান, দেশের সব প্রান্তে ও বিদেশে বিটিভির দর্শক রয়েছে। রাজস্ব বিষয়ে প্রচারণার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা তৈরি ও রাজস্ব প্রদানে আগ্রহী করে তুলতে হবে।

শিগগিরই বিটিভিতে ডকুমেন্টারি প্রচার শুরু হবে। বিটিভি কর্তৃপক্ষ এ নিশ্চয়তা দিয়েছে। তারা রাজস্ব বোর্ডের সব প্রচারণার আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, সব জেলায় গণযোগাযোগ অধিদফতরের কার্যক্রম বিস্তৃত। চলচ্চিত্র প্রদর্শনী, প্রচার সামগ্রী বিতরণ, সড়ক প্রচারসহ সরকারের সব উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করা হয়। গণযোগাযোগ অধিদফত তৃণমূলের সঙ্গে সম্পৃক্ত। রাজস্ব আইন, সচেতনতা ও বোর্ডের কর্মকাণ্ড প্রচারে তাদেরও সহায়তা নেওয়া হবে, যোগ করেন চেয়ারম্যান।

দেশে বর্তমানে একটি সরকারি রেডিও (বাংলাদেশ বেতার) ও ১৬টি জেলায় ১৬টি কমিউনিটি রেডিও রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে সব শ্রেণী পেশার অসংখ্য শ্রোতা।

এনবিআর চেয়ারম্যান বলেন, প্রচারণা চালানো হবে রেডিও’র মাধ্যমে। এসব প্রচারণায় নতুন এনবিআর গঠন ও দেশের মানুষের মধ্যে নতুন রাজস্ব সংস্কৃতি চালু করবে।

শিগগিরই তথ্য মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব পর্যায়ে সভা করে সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে বলেও জানান নজিবুর রহমান।

সভায় তথ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, বিটিভি’র উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) সুরদ কুমার, গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক কামরুন্নাহার, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতিয়াক হোসেনসহ জাতীয় রাজস্ব বোর্ড’র সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
আরইউ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।