ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৪৯৬১ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন একনেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
৪৯৬১ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন একনেকে

ঢাকা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের ব্যয় ও মেয়াদ বাড়ানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। চতুর্থ দফায় আরও ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় বেড়ে এ প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা।

অন্যদিকে প্রকল্প বাস্তবায়নের সময় এক বছর বাড়িয়ে হচ্ছে এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

এটিসহ ৪ হাজার ৯শ’ ৬১ কোটি টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্পের চূড়ান্ত ‍অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

অনুমোদন পাওয়া ৯ প্রকল্পে মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ৪ হাজার ৯শ’ ৪৫ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল ১৬ কোটি ৩৩ লাখ টাকা।

প্রকল্পগুলোর মধ্যে ২২২ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রাজশাহী’ নামে একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। ‘বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে ১২টি ব্যারাক নির্মাণ’ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১৯ কোটি ১৭ লাখ টাকা।

১৯৪ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকার মালিবাগে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের জন্য ৪৫৬টি ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্প ও ১২০ কোটি টাকা ব্যয়ে ‘মিরপুর ৬নং সেকশনে গণপূর্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের চন্য ২৮৮টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পেরও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছ।

‘কুমিল্লা সিটি করপোরেশনের রাস্তা, ড্রেন ও ফুটপাত উন্নয়ন’ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮১ কোটি ৬৬ লাখ টাকা। ৬৭ কোটি টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থার পুন:সংস্কার’ প্রকল্পও অনুমোদন পায় একনেক বৈঠকে।

‘ময়মনসিংহ-গফরগাঁও-টোক সড়কের ৭২তম কিলোমিটারে বানা নদীর ওপর ২৮২ দশমিক ৫৫৮ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ’ প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৩ কোটি টাকা। ১৯৫ কোটি টাকা ব্যয়ে ‘সহস্রাইল-আলফাডাঙ্গা সংযোগ সড়ক উন্নয়নসহ ফরিদপুর সড়কের উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

চতুর্থ দফায় আরও ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় বেড়ে ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্পের মোট ব্যয় দাঁড়াচ্ছে ৩ হাজার ৮১৬ কোটি ৯৩ লাখ টাকা। সঙ্গে সময়ও বেড়েছে।

ব্যয় ও সময় বৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ করতে অনেক সময় গেছে। এছাড়া প্রকল্প এলাকায় মসজিদ ও মাদ্রাসা ছিল। এগুলোর সুরাহা করতে সময় গেছে। সময় বৃদ্ধির কারণে ব্যয়ও বেড়েছে। কারণ, সময় বাড়ার কারণে প্রকল্প নির্মাণ সরঞ্জমাদির রেট সিডিউলও বেড়েছে। তবে ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৬
এমআইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।