ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তৃতীয়য়বারের মত অ্যাগ্রো অ্যাওয়ার্ড ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
তৃতীয়য়বারের মত অ্যাগ্রো অ্যাওয়ার্ড ঘোষণা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের

ঢাকা: তৃতীয়বারের মত ‘অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৬’ ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উভয় পর্যায়ে পুরস্কারটি দেওয়া হবে। পুরস্কার প্রদানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে রয়েছে বাংলাদেশ ব্রান্ড ফোরাম।

সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের কান্ট্রি হেড বিটপী দাশ চৌধুরী বলেন, তৃত্বীয়বারের মত এই পুরস্কার বিতরণের আয়োজন করতে পেরে আমি প্রকৃতপক্ষে আনন্দিত। টেকসই কৃষি খাত তৈরিতে কৃষক ও কৃষি সংশ্লিষ্ট সবাইকে উদ্বুদ্ধ করতে এবং এ খাতে অনুকরণীয় অবদান রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি বলেন, বাংলাদেশের কৃষি খাতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের সুবাদে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই পুরস্কার প্রদান করছে। এই পুরস্কার প্রদানের মাধ্যমে এ দেশের কৃষি খাতকে উদ্বুদ্ধ ও সহায়তা করতে চায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এ বছরে পুরস্কার বিজয়ীদের একটি ক্রেস্টসহ ৫ লাখ টাকার প্রাইজমানি দেওয়া হবে, যাতে তারা কৃষি খাতে তাদের কার্যক্রম ও অবদান আরো বাড়াতে পারেন। এছাড়া প্রত্যেক ক্যাটাগরি বা শ্রেণির অনারেবল ম্যানশনেরা প্রত্যেকেই ৫০ হাজার টাকা করে পাবেন।

এবারে সাতটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরি বা শ্রেণিতে অ্যাগ্রো অ্যাওয়ার্ড বা কৃষি পুরস্কার ২০১৬ দেওয়া হবে। এগুলো হচ্ছে সেরা উদ্ভাবন ও গবেষণা সহযোগী প্রতিষ্ঠান, সেরা সমর্থন-সহায়তা ও বাস্তবায়ন সহযোগী সংগঠন, কৃষি খাতের প্রযুক্তির সেরা ব্যবহার, সেরা কৃষিপণ্য রপ্তানিকারক, বছরের সেরা পুরুষ কৃষক, বছরের সেরা নারী কৃষক এবং বছরের সেরা কৃষক (সাবসিস্ট্যান্স মার্কেট ফার্মার গ্রুপ)।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক এমডি শরিফুল ইসলাম এই কৃষি পুরস্কার প্রদানের নেপথ্য দর্শনের কথা তুলে ধরেন। তিনি বলেন, টেকসই উপায়ে খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন গোটা বিশ্বের কাছেই একটি বড় দৃষ্টান্ত। সে জন্য দেশের যেসব কৃষক ও কৃষি-বিষয়ক প্রতিষ্ঠান দেশের ক্রমবর্ধমান মানুষের অত্যাবশ্যকীয় খাদ্যের চাহিদা পূরণে নিরলস খাদ্যশস্য উৎপাদনে কাজ করে যাচ্ছেন তাদের কাজের স্বীকৃতি দিতে এই পুরস্কারের আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন গত বছরের সেরা পুরুষ কৃষক হিসেবে পুরস্কার বিজয়ী মো. বিল্লাল সিকদার, বছরের সেরা নারী কৃষক হিসেবে পুরস্কার পাওয়া ফাতেমা জোহরা। তাঁরা নিজেদের সফলতার গল্প এবং প্রাইজমানি হিসেবে পাওয়া অর্থ কীভাবে তাঁদের কর্মকাণ্ড সম্প্রসারণে ব্যবহার করেছেন তা তুলে ধরেন। এ বছরের ২৭ মার্চ আনুষ্ঠানিকভাবে অ্যাগ্রো অ্যাওয়ার্ড বা কৃষি পুরস্কার ২০১৬ তুলে দেওয়া হতে পারে।

অ্যাগ্রো অ্যাওয়ার্ড ২০১৬ বা কৃষি পুরস্কার ২০১৬ দিতে সারা দেশ থেকে নমিনেশন বা মনোনয়ন আহ্বান করা হয়েছে। গ্রহণ করা হবে চলতি বছরের ৫ মার্চ পর্যন্ত। প্রাপ্ত আবেদন থেকে প্রাথমিকভাবে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এর পরে ওই তালিকা ধরে নমিনেশন বা মনোনয়ন পাওয়া ব্যক্তিদের ও প্রতিষ্ঠানগুলো সম্পর্কে যাচাই-বাছাইয়ের কাজ চলবে। এ জন্য থাকবে এক্সপার্ট জুরি সেশন বা বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড। এর পরে চূড়ান্ত বিজয়ীদের নির্বাচিত করা হবে। সব শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।