ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার গ্রাহকদের টাকা ফেরত দেবে ইবিএল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
বৃহস্পতিবার গ্রাহকদের টাকা ফেরত দেবে ইবিএল

ঢাকা: বেসরকারিখাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড গ্রাহকের অ্যাকাউন্ট থেকে নকল এটিএম কার্ড দিয়ে তোলা টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষের উপস্থিতিতে এ টাকা গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে।



বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আপাতত কয়েকজন গ্রাহকের হাতে টাকা তুলে দেওয়া হবে। পরবর্তীতে সব গ্রাহকের টাকাই ফেরত দেওয়া হবে।
 
এর আগে ১২ ফেব্রুয়ারি ইবিএল গ্রাহকদের কয়েকজনের ২১টি এটিএম কার্ডের মাধ্যমে তাদের অ্যাকাউন্ট থেকে জালিয়াতির মাধ্যমে টাকা উত্তোলন করা হয়।
এরমধ্যে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেওড়াপাড়া এটিএম বুথ থেকে মাহবুবা আকতার নামে এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকেই তোলা হয়েছে ৮০ হাজার টাকা।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বেশ আলোচনা সৃষ্টি হয়। এরপর ১৪ ফেব্রুয়ারি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গ্রাহকের খোয়া যাওয়া টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় ইবিএল।

সংশ্লিষ্ট স‍ূত্রে জানা যায়, নকল কার্ড দিয়ে গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের পর ইমেজ সংকটে পড়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।

ব্যবসার সাবির্ক দিক বিবেচনা করেই বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের মাধ্যমে গ্রাহকের হাতে টাকা তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

এ বিষয়ে কথা বলতে ইবিএল’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলী রেজা ইফতেখার ও হেড অব কমিউনিকেশন জিয়াউল করিমের মোবাইলে ফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা তা রিসিভ করেননি।
 
বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।