ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিটিখাতে বিনিয়োগের আগ্রহ দক্ষিণ কোরিয়ার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আইসিটিখাতে বিনিয়োগের আগ্রহ দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

ঢাকা: বাংলাদেশের সাথে যৌথ উদ্যোগে আইসিটিখাতে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। এই খাতে বিনিয়োগ হলে আইসিটি পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করা যাবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।



বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সং দু সাক্ষাৎ করতে এলে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।

তোফায়েল বলেন, দক্ষিণ কোরিয়া জয়েন্ট ভেঞ্চারে (যৌথ উদ্যোগে) আইসিটিখাতে বিনিয়োগ করতে চায়। সেটা পৃথিবীর বিভিন্ন দেশে রফতানি করতে পারবো। এতে রফতানির পরিমাণ আরও বাড়বে। এটা ভালো প্রস্তাব, এটা বিবেচনা করবো।
 
আগামী মে মাসে তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ভিশনের মূল লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া, আমরা আইসিটিতে ব্যাপক অগ্রগতি লাভ করছি।

বাণিজ্যখাত বিশেষ করে আইসিটিখাতে দক্ষিণ কোরিয়া বিনিয়োগ করতে চায়, জানান রাষ্ট্রদূত।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমআইএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।