ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
গাজীপুরে কেয়া কসমেটিকসের বার্ষিক সাধারণ সভা

গাজীপুর: কেয়া কসমেটিকস লিমিটেডের ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরে কেয়া নীট কম্পোজিট মিল প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।



সাধারণ সভায় স্পন্সর ও সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়া ঘোষণা দেওয়া হয়। যার প্রতিটি শেয়ারের অবহিত মূল্য ১০ টাকা। সভায় শেয়ার হোল্ডাররা স্টক ডিভিডেন্ড দেওয়ায় কোম্পানির পরিচালনা পরিষদের উপর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান। সভায় অন্যদের উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক খালেদা পারভীন, পরিচালক মাসুম পাঠান, নিরপে পরিচালক মো. ফয়েজ উদ্দিন, নির্বাহী পরিচালক আক্কাস আলী পাঠানসহ অন্য কর্মকর্তা-কর্মচারী ও শেয়ার হোল্ডাররা।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।