ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘বসুন্ধরা এল.পি. গ্যাসে ভরসা রাখুন নিরাপদ থাকুন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
‘বসুন্ধরা এল.পি. গ্যাসে ভরসা রাখুন নিরাপদ থাকুন’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘এল.পি. গ্যাস ব্যবহারের প্রশিক্ষণ নিন, নিরাপদ থাকুন প্রতিদিন’ স্লোগানে বগুড়ায় বসুন্ধরা এল.পি. গ্যাসের উদ্যোগে গৃহিণীদের নিয়ে আয়োজিত হয়েছে নিরাপদ নিবাস ক্যাম্পেইন।
 
বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


 
এল.পি. গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ ও গ্যাসের ব্যবহার বিষয়ক জনসচেতনতা সৃষ্টি ছিলো এ ক্যামপেইনের লক্ষ্য।
 
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বসুন্ধরা এল.পি. গ্যাসের জিএম (সেলস) মীর টি.আই ফারুক রিজভী, ডিভিশনাল ম্যানেজার আহম্মেদ আলী রিপন, হিসাব বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান, ব্রান্ড বিভাগের কর্মকর্তা সাইফুর রহমান আজিম, টিএসই মোর্শেদ মারুফ।
 
বক্তারা বলেন, এল.পি. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ প্রতিরোধে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর যথাযথ মান নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যবহারকারীদের অধিক সচেতন হতে হবে। বেশ কিছু কোম্পানির নিজস্ব রি-টেস্টিং ও পর্যাপ্ত মান নিয়ন্ত্রণের সু-ব্যবস্থা নেই। এ সুযোগে কোম্পানিগুলা স্বল্পমূল্যে পুরনো ও নিম্নমানের সিলিন্ডার নিয়মিত বাজারজাত করে যাচ্ছে।
 
তাই বক্তারা অবৈধ গ্যাস রিফিলিং রোধে কোম্পানি, ব্যবসায়ী ও ব্যবহারকারীদের এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গে এসবের বিপক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
 
এদিকে, করপোরেট দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে বসুন্ধরা এল.পি. গ্যাস দেশব্যাপী নিরাপত্তা বিষয়ক প্রচারণার অংশ হিসেবে বগুড়ায় নিরাপদ এ ক্যাম্পেইন করো হয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।  
 
এছাড়াও অনুষ্ঠানে বগুড়া পৌরসভার মহিলা কাউন্সিলর নিলুফা কুদ্দুস, রাজশাহী বিভাগীয় এল.পি. গ্যাসের পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুর রশিদ ডাবলু, পরিবেশক আসলাম খান, মো. কাফি প্রমুখ বক্তব্য রাখেন।
 
পরে ‘বসুন্ধরা এল.পি. গ্যাসে ভরসা রাখুন নিরাপদ থাকুন’ স্লোগান দিয়ে অনুষ্ঠানের বক্তৃতা পর্ব শেষ করা হয়।
 
শেষে কুইজ প্রতিযোগিতা ও ৠাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অংশ নেওয়া ১শ ৬৫ জন গৃহিণীর মধ্যে মোট ১৫ জন বিজয়ী হন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা ।  
 
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।