ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রাণ পিনাট বার ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
প্রাণ পিনাট বার ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে আয়োজিত ‘হোয়াট আ কাপল’ প্রতিযোগিতার ৩০ বিজয়ীকে পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রাণ অ্যাগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন।

প্রতিযোগিতাটির আয়োজন করে প্রাণ পিনাট বার।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে দেওয়া হয় হীরার আংটি, হীরার কানের দুল, হাতঘড়ি, ছবির ফ্রেম ও সঙ্গীসহ সিনেমা দেখার টিকেট।

এর আগে, প্রতিযোগিতাটি ০১ ফেব্রুয়ারি শুরু হয়ে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এসময় প্রাণ পিনাট বারের ফেসবুক পেজে যুগলদের আপলোড করা প্রায় পাঁচ হাজার ছবি থেকে ৩০টি ছবি নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাণ অ্যাগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
আরএইচএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।