ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজারে বসুন্ধরা টিস্যুর সাফল্য

ড্রিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
মৌলভীবাজারে বসুন্ধরা টিস্যুর সাফল্য ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারে বসুন্ধরা টিস্যু পণ্যের ট্রেড স্কীম ২০১৫ এর সাফল্য উদযাপন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে শহরের পূবালী ব্যাংকের ৪র্থ তলায় বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



এতে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার শতাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা টিস্যু পণ্যের মৌলভীবাজার এরিয়া সেলস ম্যানেজার মো. আইয়ুব আলী।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বসুন্ধরা টিস্যু পণ্যের সিলেট বিভাগের সেলস ম্যানেজার মো. আব্দুল মান্নান।

বিশেষ অথিতি হিসেবে ছিলেন, এসিস্ট্যান্ট ম্যানেজার হাফিজুর রহমান।
 
প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুল মান্নান বলেন, বসুন্ধরা টিস্যু বাজারের ৯০ ভাগ দখল করে রয়েছে। আন্তর্জাতিক বাজার থেকে কাঁচামাল এনে এ টিস্যু তৈরি করা হয়। দেশের চাহিদা মিটিয়ে বিদেশের ১০ থেকে ১৫টি দেশে এ টিস্যু  রপ্তানি করা হচ্ছে।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত ব্যবসায়ীদের আনন্দ দেওয়ার জন্য সাংস্কৃতিক ও ৠাফেল ড্র অনুষ্ঠিত হয়।   পরে ব্যাসায়ীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।