ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পেট্রোল বোমায় নিহতদের পরিবারকে সোনালী ব্যাংকের সহয়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
পেট্রোল বোমায় নিহতদের পরিবারকে সোনালী ব্যাংকের সহয়তা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতালের সময় অগ্নিকাণ্ডে নিহত ফরিদপুরের চার পরিবহন শ্রমিকের পরিবারের সদস্যদের আর্থিক সহয়তা দিয়েছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক লিমিটেড।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে এক অনুষ্ঠানে ব্যাংকের ফরিদপুর প্রধান কার্যালয়ের উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়।



সোনালী ব্যাংক ফরিদপুর প্রধান কার্যালয়ের ডিজিএম লহ্মী নারায়ণ ঘোষালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর চেম্বার অব কমার্সের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মিয়া।

এ সময় অন্যাদের মধ্যে ব্যাংকের এজিএম মো. মাজেদুর রহমান ও আলতাফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পেট্রোল বোমায় নিহত চার পরিবহন শ্রমিকের পরিবারকে ৫৫ হাজার টাকা করে মোট ২ লাখ ২০ হাজার টাকা দেওয়া হয়।

আর আহত দুই জনকে ৩৫ হাজার টাকা করে মোট ৭০ হাজার টাকার তুলে দেন প্রধান অতিথি জাহাঙ্গীর হোসেন মিয়া।

২০১৪ ও ২০১৫ সালের প্রথম দিকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ ও হরতাল চলাকালে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে চার শ্রমিক নিহত হন।

তারা হলেন-নগরকান্দার সোহাগ বিশ্বাস, ফরিদপুর শহরের ইজাইদুল মিয়া, ফরিদ বিশ্বাস, মোতালেব সেক। আর জেলার ভাঙ্গা উপজেলার আরিফ সিকদার ও সালথার সুজন আহত হন।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরকেবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।