ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিবি’র সাবেক গভর্নর একেএন আহমেদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
বিবি’র সাবেক গভর্নর একেএন আহমেদ আর নেই একেএন আহমেদ

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় গভর্নর ও বিশিষ্ট অর্থনীতিক এ কে নাজিরউদ্দীন আহমেদ (একেএন আহমেদ) আর নেই।

বাংলাদেশ সময় বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।



বাংলাদেশ ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক এফএম আসাদুজ্জামান বাংলানিউজকে বিয়ষটি নিশ্চিত করেন।

১৯৭৪ সালের ১৮ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গভর্নর এ এন এম হামিদুল্লাহর পর দায়িত্ব নেন নাজিরউদ্দীন।

১৯৭৪ সালের ১৯ নভেম্বর থেকে ১৯৭৬ সালের ১৩ জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।