ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিওআই ও ক্যানচ্যামের মধ্যে চুক্তি সাক্ষরিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
বিওআই ও ক্যানচ্যামের মধ্যে চুক্তি সাক্ষরিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে ব্যবসা বাণিজ্যের প্রসারে লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) ও কানাডিয়ান চেম্বার্স অব কমার্সের (ক্যানচ্যাম) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা চেম্বার্স অব কমার্স মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে ক্যানচ্যামের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মাসুদ রানা এবং বিওআই এর পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী সদস্য নাভাস চন্দ্র মন্ডল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চীন, ভারত, ফ্রান্স, তুরস্ক, তাইওয়ান, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের চেম্বার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে গ্যাস-বিদ্যুত সরবরাহ, ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এসব সমস্যা নিরসন হলে বাংলাদেশে বিনিয়োগ বহুলাংশে বৃদ্ধি পাবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথি তৌফিক এলাহী চৌধুরী বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিবরণ তুলে ধরে বলেন, বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য ইতোমধ্যে সরকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এবং বিদ্যুত উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। ভূমি অধিগ্রহণ ও জ্বালানি সমস্যার সমাধানেও সরকার সচেষ্ট বলে তিনি উল্লেখ করেন।

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যানচ্যাম বাংলাদেশের সভাপতি মাসুদ রহমান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
এইচআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।