ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইআরএফ সভাপতি দিলাল, সম্পাদক জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
ইআরএফ সভাপতি দিলাল, সম্পাদক জিয়া

ঢাকা: ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল সভাপতি ও অর্থসূচকের সম্পাদক জিয়াউর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে অর্থনৈতিক সাংবাদিকদের এ সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিকেল সোয়া ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৫৬ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোট প্রদান করেন।

সভাপতি পদে সাইফ ইসলাম দিলাল ৭১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের চিফ রিপোর্টার এস এম জাহাঙ্গীর পেয়েছেন ৬০ ভোট। অপর সভাপতি প্রার্থী ডেইলি অবজারভারের জীবন ইসলাম পেয়েছেন ৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে অর্থসূচকের জিয়াউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাভিশনের বার্তা সম্পাদক শারমিন রিনভী পেয়েছেন ৪২ ভোট। এ পদের অপর প্রার্থী দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার হামিদ সরকার পেয়েছেন ৪১ ভোট।

সহ-সভাপতি পদে এসএ টেলিভিশনের বিজনেস এডিটর সালাহউদ্দিন বাবলু সর্বোচ্চ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের ডেপুটি এডিটর সুনীতি কুমার বিশ্বাস পেয়েছেন ৫৯ ভোট।

এছাড়া সংগঠনের সহ-সম্পাদক পদে চ্যানেল আইয়ের সিনিয়র রিপোর্টার রিজভী নেওয়াজ, অর্থ সম্পাদক পদে বাসসের রাশেদুল ইসলাম, সদস্য পদে মানবকণ্ঠের বিজনেস এডিটর সৈয়দ শাহনেওয়াজ করীম, নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার আশরাফুল ইসলাম, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান ও সকালের খবরের স্টাফ রিপোর্টার আসাদুল্লাহিল গালিব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ভোটের আগে একই স্থানে অনুষ্ঠিত হয় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা। সংগঠনের সভাপতি সুলতান মাহমুদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সংগঠনের গত দুই বছরের কার্যক্রম এবং অর্থ সম্পাদক শেখ আবদুল্লাহ আর্থিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন তুলে ধরেন। এর ওপর সাধারণ সদস্যদের আলোচনার পর প্রতিবেদন দু’টি কণ্ঠভোটে পাস হয়।

১৯৯৪ সালে প্রতিষ্ঠিত ইআরএফ অর্থনৈতিক সাংবাদিকদের পেশাগত উন্নয়নে কাজ করার পাশাপাশি দেশের সামষ্টিক অর্থনীতি পর্যালোচনার কাজ করে থাকে।

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।