ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাবের মুনাফা অর্জন অক্ষুন্ন রাখার তাগিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
রাকাবের মুনাফা অর্জন অক্ষুন্ন রাখার তাগিদ

রাজশাহী: চলতি অর্থবছরের শেষে ধার্যকৃত সব ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংককে (রাকাব) তার মুনাফা অর্জনের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার তাগিদ দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী সার্কিট হাউস কনফারেন্স রুমে রাকাবের বার্ষিক ব্যবসায়িক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।



দীর্ঘ ১০ বছর পর রাকাব মুনাফা অর্জন করায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, মুনাফার এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বর্তমান সরকারের লক্ষ্য একটি দক্ষ, শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা। সেই সঙ্গে জনগণের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া।

অন্তর্ভুক্তিমূলক আর্থিক ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে রাকাব কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারীকে দক্ষতা ও দ্রুততার সঙ্গে এবং হয়রানিমূক্ত আর্থিক সেবা দিতে হবে। আর এ লক্ষ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে প্রযুক্তি-মনস্ক, তথা কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা দিতে হবে।

এ সময় তিনি দরিদ্র, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন খাতে তাদের ৫ শতাংশ সুদে ঋণ দেওয়ার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক খান।

এছাড়া উপস্থিত ছিলেন, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (নিরীক্ষা, হিসাব ও আদায়) আবুল কাসেম, মহাব্যবস্থাপক (পরিচালন) রিয়াজ উদ্দিন মিয়া, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল লতিফ, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক মুহম্মদ মাহমুদ হাসান, রংপুর বিভাগের মহাব্যবস্থাপক জহুরুল ইসলাম।

সম্মেলন পরিচালনা করেন রাকাব প্রধান কার্যালয়ের ঋণ ও অগ্রিম বিভাগের (১) উপমহাব্যবস্থাপক খোন্দকার গোলাম মোস্তফা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
এসএস/ওএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।