ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিরসরাই ইকোনোমিক জোন প্রকল্পের উদ্বোধন রোববার

মু. রিগান উদ্দিন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
মিরসরাই ইকোনোমিক জোন প্রকল্পের উদ্বোধন রোববার

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের বিশাল কর্মযজ্ঞ উদ্বোধন রোববার। সকাল ১০ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়ার বৃহৎ এই শিল্প উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন কাজের উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়ন হলে এটিই হবে এশিয়ার সর্ববৃহৎ পরিকল্পিত শিল্প উন্নয়ন প্রকল্প।
 
উপজেলা আ.লীগের সভাপতি শেখ আতাউর রহমান জানান, মিরসরাই ইকোনমিক জোন উদ্বোধনের মধ্য দিয়ে এর স্বপ্নদ্রষ্টা মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের দীর্ঘদিনের স্বপ্ন স্বয়ংসম্পূর্ণ মিরসরাই গড়ার স্বপ্ন পূরণ হবে। গোটা চট্টগ্রাম তথা দেশবাসীর জন্য প্রকল্পটি হবে আ.লীগ সরকারের অন্যতম উপহার। অতীতে উপজেলার ইছাখালী চরে জেগে উঠা অনুর্বর ভূমি ছিলো পরিত্যক্ত ও উৎপাদনহীন। প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির নতুন দ্বার উন্মোচন ছাড়াও প্রায় পাঁচ লক্ষাধিক লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের বাণিজ্য ঘাটতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এদিকে প্রকল্প উদ্বোধন উপলক্ষ্যে সকাল ১০টায় উপজেলা আ.লীগের উদ্যোগে প্রকল্প এলাকায় বিশাল জনসভা আয়োজন সম্পন্ন হয়েছে। গৃহায়ণ ও গণ পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জনসভায় উপস্থিত থাকবেন।

প্রকল্পের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষন করতে শনিবার দুপুরে সরেজমিনে প্রকল্প এলাকা পরিদর্শন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, বর্তমানে পদ্মাসেতু হলো দেশের সর্ববৃহৎ প্রকল্প। অন্যদিকে মিরসরাই ইকোনোমিক জোন হলো দেশের দ্বিতীয় বৃহত্তম প্রকল্প।

গত ২০১০ সালের ৩১ ডিসেম্বর দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে ঘুরিয়ে ইছাখালী চরের অনুৎপাদিত বিশাল ভূখণ্ডটি দেখিয়ে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য আমার পরিকল্পনার কথা জানালে তিনিও আগ্রহ প্রকাশ করেন। পরে অগ্রাধিকার ভিত্তিক উন্নয়ন প্রকল্প হিসেবে অনুমোদনের পাশাপাশি অর্থছাড় ও প্রকল্পের সার্বিক কর্মকাণ্ডের তদারকিও করেন নেত্রী। সম্প্রতি আমার ছেলে রুহেলের সহযোগিতায় প্রকল্পের একটি ডিজিটাল স্ট্রাকচার ম্যাপ তৈরি করা হয়েছে। নতুন বেড়ী বাঁধ নির্মাণ, মাটি ভরাটসহ অবকাঠামো উন্নয়ন কাজ ইতোমধ্যে চালু হয়েছে। আশা করা হচ্ছে জুনের মধ্যে মাটি ভরাট কাজ শেষ চীনা বিনিয়োগ প্রতিষ্ঠান জিনডুয়ানের বাংলাদেশে প্রথম প্রকল্প হিসেবে ১৩ মেগাওয়াট উৎপাদনক্ষম বিদ্যুৎ কেন্দ্র চালু হবে। শীঘ্রই প্রকল্প ঘিরে দুটি ফোর লেইন সংযোগ সড়ক ও চট্টগ্রাম থেকে বেড়িবাধ হয়ে একটি মেরিন ড্রাইভ সড়ক প্রকল্প বাস্তবায়ন হবে। কিন্তু উপকূলীয় এলাকা হওয়ায় শিল্পায়নের ফলে যাতে স্থানীয় পরিবেশ, উপকূলীয় বনাঞ্চল ও জীববৈচিত্রের যাতে কোন ক্ষতি না হয় সেজন্য বুয়েট ও বিদেশি বিশেষজ্ঞ দলের সমন্বয়ে একটি জরিপ করা হয়েছে।
 
কবে নাগাদ প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ হবে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিরসরাই অর্থনৈতিক জোনকে মেগা প্রকল্প হিসেবে হাতে নিয়েছে সরকার। প্রকল্প ঘিরে শিল্পায়নের পাশাপাশি একটি আন্তর্জাতিক, মানসম্মত আত্যাধুনিক মেগা সিটি গড়ে উঠবে। চলমান প্রক্রিয়ার মধ্যদিয়ে প্রকল্পের আওতায় নৌ-বন্দর, বিমান বন্দর, পাঁচতারকা হোটেল-মোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক-বিমা, ফায়ার স্টেশন, হাসপাতাল, পুলিশ-প্রশাসনিক ব্যবস্থাসহ জীবন যাত্রার যাবতীয় প্রয়োজনীয় সবকিছুই থাকবে এখানে। ধাপে ধাপে এসব কাজ সম্পন্ন হতে ৭/৮ বছর লাগতে পারে।

মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (রাজনৈতিক) মো. হাসান জানান, বর্তমানে তিনটি টেন্ডারে ষাট কোটি টাকা ব্যয়ে চার কলোমিটার বেড়িবাধ, সাড়ে ৫শ’ একর জমি আড়াই ফিট উচু করে ভরাট কার্যক্রম চলমান আছে।

এ ছাড়া ১৩ হাজার একর জমি চিহ্নিত করা হয়েছে। প্রকল্প এলাকায় অধিকহারে খালি জমি থাকায় একে দেশের একমাত্র ল্যান্ড ব্যাংক হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। জরিপ মতে ৩৫ হাজার একর জমি সংগ্রহ করা সম্ভব হবে। এটিই দেশের একমাত্র ইকোনোমিক জোন প্রকল্প যেটিতে এক ইঞ্চি পরিমাণ জায়গাও অধিগ্রহণ করার প্রয়োজন পড়েনি। তাই বেজা কর্তৃপক্ষ এটিকে দেশের একমাত্র ল্যান্ড ব্যাংক হিসেবে ঘোষণা দিয়েছেন।

এদিকে প্রকল্প উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় ৫০ হাজারের অধিক জনসমাগম ঘটবে বলে জানিয়েছেন উপজেলা আ.লীগের সাংগঠনিক এনায়েত হোসেন নয়ন। ইতোমধ্যে মঞ্চ তৈরিসহ সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ ভূইয়া ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির জানান, সমাবেশ চলাকালে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।

বাংলাদেশ সময়: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।