ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

ঢাকা: আগামী অর্থবছরের জন্য শিল্প ও বণিক সমিতি, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের কাছে বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে সহায়তা করতে এ বাজেট প্রস্তাবনা চাওয়া হয়েছে।

১০ মার্চের মধ্যে এ প্রস্তাবনা পাঠাতে হবে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) এনবিআর’র প্রথম সচিব (শুল্ক, গোয়েন্দা ও নিরীক্ষা) ও প্রধান বাজেট সমন্বয়কারী মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- রাজস্ব আহরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনাকারী মুখ্য জাতীয় প্রতিষ্ঠান হিসেবে এনবিআর রাজস্ব নীতিমালা করে থাকে।

আসছে অর্থবছরে (২০১৬-১৭) একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়ন করতে চায় এনবিআর। এজন্য বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করা হয়েছে।

রাজস্ব আহরণ কার্যক্রমকে অধিকতর অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতে এনবিআর আলাপ আলোচনার মাধ্যমে বাজেট প্রণয়নে আগ্রহী। এ উদ্দেশে এনবিআর ইতোমধ্যে বাজেট প্রস্তুতির কাজ শুরু করেছে।

এছাড়া যেসব প্রতিষ্ঠান কোনো চেম্বার বা দপ্তর, সংস্থা বা অ্যাসোসিয়েশনের সদস্য নয় তারাও এনবিআরের বাজেট সমন্বয়কারী সেলে প্রস্তাবনা জমা দিতে পারবে।

বাজেট তৈরিতে সহায়তা করার লক্ষে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর কাছে লিখিতভাবে আগামী ১০ মার্চের মধ্যে প্রস্তাবনা পাঠানোর অনুরোধ করা হলো।

 একইভাবে প্রস্তাবনার একটি সফটকপি এনবিআরকে ই-মেইল (nbrbudget2016@gmail.com) পাঠাতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরইউ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।