ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কিশোরগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
কিশোরগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আসাদুজ্জামান খান মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জেলার ৭৫ জন রাজমিস্ত্রি অংশ নেন।

নির্মাণ শিল্পে রাজমিস্ত্রিদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষে  বসুন্ধরা সিমেন্টের পক্ষ থেকে এ আয়োজন করা হয়।

রাজমিস্ত্রি সম্মেলনে উপস্থিত ছিলেন, বসুন্ধরা সিমেন্টের ডিজিএম (টেকনিকেল সাপোর্ট) প্রকৌশলী সরোজ কুমার বড়ুয়া, ডেপুটি ম্যানেজার (সেলস, সিমেন্ট ডিভিশন) মনিরুল ইসলাম, প্রকৌশলী শেখ আমির হামজা, প্রকৌশলী তৌফিকুল ইসলাম, প্রকৌশলী মো. শাওন ইসলাম, টেরিটরি সেলস এক্সিকিউটিভ মো. রবিউল ইসলাম ও শ্যামল কুমার দাস, হোসেনপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন মোল্লা প্রমুখ।

সম্মেলনে রাজমিস্ত্রিরা নির্মাণ কাজে তাদের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বসুন্ধরা সিমেন্টের গুণগতমানের প্রশংসা করেন।

পরে সম্মেলনে উপস্থিত রাজমিস্ত্রির নিয়ে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। সবশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।