ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
আল-আরাফাহ্ ব্যাংকের ২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

ঢাকা: দেশের প্রত্যন্ত অঞ্চলে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড। এ ধারাবাহিকতায় সম্প্রতি চাঁদপুরের ফরিদগঞ্জ মধ্যবাজার এবং গোয়ালভাওর বাজারে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে।



ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন আবেদ আহাম্মদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আউটলেট দু’টি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ময়নাল হোসেন এবং হাজীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মতিন পাটোয়ারী। উভয় আউটলেটের এজেন্ট মো. রসুল আমিন আরিফ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

নতুন উদ্বোধনকৃত এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকদের দেশের বিভিন্ন স্থান থেকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্সের টাকা গ্রহণ, হিসাবের ব্যালেন্স অনুসন্ধান, ফান্ড ট্রান্সফার, বিনিয়োগ আবেদনপত্র জমা, বিনিয়োগ টাকা গ্রহণ, কিস্তি প্রদান, ইউটিলিটি বিল প্রদান, চেক জমা, ডেবিট কার্ড সংগ্রহসহ বিভিন্ন আকর্ষণীয় সেবা গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।