ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমারখালীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রী সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
কুমারখালীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রী সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেলে স্থানীয় একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে  ৩০ জন রাজমিস্ত্রী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে দেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও নির্মাণ কাজের কারিগরি দিক সম্পর্কে আলোচনা করা হয়।

আজিজুর রহমানের (রাজমিস্ত্রী) সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, মেসার্স আকরাম এন্টারপ্রাইজের মালিক এমদাদুল হক।

আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টর কুষ্টিয়ার এরিয়া ম্যানেজার ফিরোজ আহম্মেদ শেখ ও বসুন্ধরা সিমেন্টের খুলনা বিভাগীয় প্রকৌশলী মুশফিক আলম।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।