ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভিডিও কনফারেন্সে তুলা উন্নয়ন বোর্ডের সভা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
ভিডিও কনফারেন্সে তুলা উন্নয়ন বোর্ডের সভা ছবি: সংগৃহীত

ঢাকা: প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাসিক সভা করেছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, সদর দফতর।

বৃহস্পতিবার (০৩ মার্চ) তুলা উন্নয়ন বোর্ড, সদর দফতরের সঙ্গে ময়মনসিংহ জোনের এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।



তুলা উন্নয়ন বোর্ড সদর দফতর নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি তুলা চাষ সম্প্রসারণের ওপর আলোকপাত করেন এবং মাঠ পর্যায়ের নানা সমস্যার কথা শোনেন।

এ সময় সদর দফতরের অতিরিক্ত পরিচালক মোঃ আখতারুজ্জামান, উপ-পরিচালক (স. দ.) ড. মো. তাসদিকুর রহমান, মৃত্তিকা উর্বরতা ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ড. মো. গাজী গোলাম মর্তুজাসহ তুলা উন্নয়ন বোর্ড সদর দফতরের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছে বলেই এমন কার্যক্রম সম্পাদন সম্ভব হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
একে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।