ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন

ব্যবসা-অর্থনীতি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৬
এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন

ঢাকা: বাংলাদেশের অন্যতম মোবাইল ব্র্যান্ড সিম্ফনির মূল প্রতিষ্ঠান এডিসন গ্রুপের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



সম্প্রতি অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ এবং ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ।

অনুষ্ঠানে আমিনুর রশিদ বলেন, ২০১৫ সালে ব্যবসায়িক লক্ষমাত্রা সফলভাবে অর্জিত হয়েছে। এ সাফল্য অর্জনের জন্য গ্রুপের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ সময় ব্যবসার চলমান অগ্রগতি ধরে রাখার জন্য গ্রুপের পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানান প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শহীদ।

অনুষ্ঠানে সিম্ফনির সিনিয়র ডিরেক্টর রেজওয়ানুল হক, ডিরেক্টর অব মার্কেটিং আশরাফুল হক, ডিরেক্টর অব স্ট্র্যাটেজিক এইচ আর আহমেদ পাশা, হেড অব প্ল্যানিং ও কন্ট্রোলিং মাকসুদুর রহমান, ডিরেক্টর অব সি এস অপারেশন মোরশেদ-উজ-জামান এবং বিজনেস ডিরেক্টর অব এডিসন ইলেক্ট্রনিক্স জাফরুল আলম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনের শেষ পর্যায়ে এডিসন গ্রুপের কর্মকর্তারা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। এতে গ্রুপের প্রায় ৩০ জন কর্মকর্তা অংশ নেন।
এডিসন গ্রুপ এর সিম্ফনি মোবাইল, সিমেন্স হোম অ্যাপ্লায়েন্স, এডিসন পাওয়ার বাংলাদেশ লিমিটেড, এডিসন প্রোপার্টিজ, এডিসন কমিউনিকেশনস লিমিটেডের প্রায় ১৩০০ কর্মকর্তা-কর্মচারী সম্মেলনে উপস্থিত  ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।