ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার মার্চেই ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
এবার মার্চেই ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট

ঢাকা: প্রতিবছর এপ্রিলে প্রাক-বাজেট আলোচনা শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার মার্চের শেষ সপ্তাহ থেকে এ আলোচনা শুরু করবে এনবিআর।



একই সঙ্গে এনবিআরের আধুনিকায়ন ও ডিজিটাল পদ্ধতি অনুসরণ করার অংশ হিসেবে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে প্রাক-বাজেট আলোচনা হবে।

মঙ্গলবার (০৮ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রণয়ন সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিজিটাল পদ্ধতি অনুসরণের অংশ হিসেবে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে দেশের সব জেলার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা হবে।
বিশেষ করে পশ্চাৎপদ অঞ্চলের অংশীজনদের বাজেট বিষয়ে মতামত ও পরামর্শ নেওয়া হবে। বাজেটে যাতে তাদের মতামতের প্রতিফলন ঘটে, সেদিকে নজর রাখা হবে। এছাড়া পাবর্ত্য চট্টগ্রামসহ হাওর অঞ্চলের স্টেকহোল্ডারদের প্রাক-বাজেট আলোচনায় ডিজিটাল পদ্ধতিতে আলোচনায় সম্পৃক্ত করা হবে।

সভায় চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছরকে একটি অংশীদারিত্বমূলক, গণমুখী, শিল্প ও ব্যবসাবান্ধব এবং একটি রাজস্ব আহরণমুখী বাজেট প্রণয়নে এ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৬
আরইউ/পিসি

** বাজেট প্রস্তাবনা চেয়েছে এনবিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।