ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রংপুর থেকে মান্নান মারুফ

আলুর ফলন ভালো, তবে...

মান্নান মারুফ, সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আলুর ফলন ভালো, তবে... ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর থেকে: ‘আলুর ফলন এবার অন্যবারের থেকে বেশ ভালো। দামও মিলছে আশানুরুপ।

যে কারণে হাসির ঝিলিক কৃষকের মুখে। তবে, কোনো কোনো কৃষকের আলুতে ‘গোটা’ উঠেছে। দেখতে ভালো লাগছে না। তাই এ আলু বিক্রিও করতে পারছেন না তারা!’

আলুর ফলন ও সমস্যা নিয়ে রংপুরের পীরগাছা উপজেলার শোচা গ্রামের কৃষক জয়নাল বাংলানিউজের কাছে এভাবেই বলছিলেন নিজের কথা।

জয়নাল বাংলানিউজকে বলেন, ‘আমার ক্ষেতে গত বছরের চেয়ে এবার আলুর ফলন ভালো হয়েছে। ভালো দামও পাচ্ছি। ’

একই এলাকার আলু চাষি আকবার বাংলানিউজকে বলেন, ‘আমি ১ একর জমিতে আলু চাষ করেছি। ফলনও ভালো হয়েছে। কিন্তু আলু তুলতে গিয়ে মাথায় হাত উঠেছে। ক্ষেতের বেশির ভাগ আলুতে ‘গোটা’ ওঠার কারণে তা বিক্রি করতে পারছি না। ’

কী কারণে এমনটি হয়েছে জানতে চাইলে আকবার জানান, জমিতে বেশি পানি দিলে, সার খারাপ হলে অথবা বীজ খারাপ হলে এমনটা হতে পারে।

আলু চাষি শহিদুল্লা বাংলানিউজকে জানান, আলুর ভালো ফলন হলেও অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। অজানা একটি রোগ দেখা দেওয়ায় অনেক আলু নষ্ট হয়েছে। বিক্রি করা যায় নি। এতে অনেক কৃষক নিঃস্ব হয়ে পড়েছে।

বদরগঞ্জ উপজেলার শাহপুর এলাকার কৃষক লুৎফর আলী বংলানিউজকে বলেন, দুই একর জমিতে তিনি আলু চাষ করেছেন। তার আলুতেও অজানা রোগ দেখা দিয়েছে। আলুর গায়ে দাউদ রোগ (খাউর) উঠেছে। এতে কৃষক আলু বিক্রি করতে পারছেন না।

বদরগঞ্জ উপজেলা কৃষিউদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র বাংলানিউজকে জানান, এটি বীজ বাহিত রোগ। এ রোগ হলে এই আলুর বীজ পরবর্তী বছরে জমিতে রোপণ করা ঠিক হবে না।

জেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী বাংলানিউজকে জানান, এ বছর রংপুর জেলায় ৫০৭৫০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। সব জমিতেই আলুর বাম্পার ফলন হয়েছে। কৃষকরা দামও পাচ্ছেন ভালো। এবার তেমন একটা রোগ বালাই হয়নি বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
পিসি/জেডএম

** ভোট যেখানেই পড়ুক, চেয়ারম্যান একজনই
** বিএনপি অফিসে তালা, আ’লীগ অফিসে চাঁদের হাট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।