ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে এসএমই মেলা শুরু বৃহস্পতিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
বরিশালে এসএমই মেলা শুরু বৃহস্পতিবার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে পাঁচ দিনব্যাপী আঞ্চলিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) মেলা-২০১৬ শুরু হবে বৃহস্পতিবার (১০ মার্চ)। এদিন বিকেল ৪টায় মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।



এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ মেলা চলবে ১৪ মার্চ পর্যন্ত।

বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ৫৬টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে মেলায় অংশ নেবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উম্মুক্ত থাকবে।

মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাতপণ্য, হ্যান্ডি ক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন স্বদেশি পণ্যের সমারোহ থাকবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যার থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলার সমাপনী অনুষ্ঠানে জুরি বোর্ড মূল্যায়নের মাধ্যমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে। মেলার তৃতীয় দিন ১২ মার্চ বিকেল ৪টায় বরিশালের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সমস্যা ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ, বরিশালের বিভাগীয় কমিশনার  মো. গাউস, ডিআইজি মো. হুমায়ুন কবির, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার লুৎফর রহমান মন্ডল, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইদুর রহমান রিন্টু, এফবিসিসিআই পরিচালক মো. নিজাম উদ্দিন।

মেলার বিষয়ে জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, জাতীয় অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ভূমিকা সর্বজন স্বীকৃত। দেশের এসএমই প্রতিষ্ঠানগুলো অনেক উন্নত ও মানসম্পন্ন পণ্য উৎপাদন করলেও বিপণনের পর্যপ্ত সুযোগের অভাবে উদ্যোক্তারা নানাবিধ সমস্যার সম্মুখিন হন। তাদের এসব পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক স্থাপনে মেলাটির আয়োজন করা হয়েছে।

প্রথমবারের মতো এসএমই ফাউন্ডেশন, জেলা প্রশাসন, বিসিকি, বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন ও স্টোক-হোল্ডারদের মেলায় সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি।

এদিকে, এসএমই মেলা সফল করার জন্য বুধবার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।