ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের চেক পেলেন নারী উদ্যোক্তা হেলেনা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০১৬
ইসলামী ব্যাংকের চেক পেলেন নারী উদ্যোক্তা হেলেনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক এবং মেসার্স ও. ফ্যাশন ক্যাফে’র সত্ত্বাধিকারী হেলেনা আক্তারের হাতে ব্যাংকের পক্ষে এসএমই নারী উদ্যোক্তা বিনিয়োগের ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক আয়োজিত নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী মেলা ২০১৬-এ গর্ভনর ড. আতিউর রহমান বুধবার (০৯ মার্চ) বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে এ চেক তুলে দেন।



এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা, নির্বাহী পরিচালক নির্মল চন্দ্র ভক্ত, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির প্রিন্সিপাল কেএম জামশেদুজ্জামান ও ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসাইন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।