ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থমন্ত্রীকে বিএবি’র অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
অর্থমন্ত্রীকে বিএবি’র অভিনন্দন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: স্বাধীনতা পদকের জন্য মনোনীত হওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিএবি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



এতে বলা হয়, বুধবার (৯ মার্চ) বিএবি’র পক্ষ থেকে অর্থমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান মুস্তফা আনোয়ার, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাসাত আলী, বিএবি’র রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের মেম্বার সেক্রেটারি এ কে এম নুরুল ফজল বুলবুল, এইচএসবিসি লিমিটেডের সিইও ফ্রানকুইজ ডি ম্যারিকোর্ট, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংকের সিইও আবরার এ আনোয়ার ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান।

মহান মুক্তিযুদ্ধকালে প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষে ব্যাপক জনমত গঠন ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতা পদকে মনোনীত হয়েছেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ১০, ২০১৬
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।