ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমিশনারদের রাজস্ব সংগ্রহ মনিটরিং এর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
কমিশনারদের রাজস্ব সংগ্রহ মনিটরিং এর নির্দেশ জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমান

ঢাকা: কমিশনারদের কর্মস্থলে উপস্থিত থেকে রাজস্ব সংগ্রহ সার্বক্ষণিক মনিটরিং এর নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বৃহস্পতিবার (১০ মার্চ) এনবিআরের সম্মেলন কক্ষে এক বিশেষ সভায় চেয়ারম্যান এ নির্দেশ দেন।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ তথ্য জানিয়েছেন।
 
চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনে করদাতা ও রাজস্ববান্ধব পরিবেশ বজায় রাখতে কমিশনারদের বিভিন্ন রকম দিক নির্দেশনা দেন চেয়ারম্যান।
 
তিনি বলেন, আয়কর, শুল্ক ও মূসক বিভাগের অধীন সকল দফতর, কার্যালয়, কমিশনারেট ও কাস্টমস হাউজের কমিশনারদের কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
 
রাজস্ব আহরণ কার্যক্রম পরিচালনা মনিটরিং, কর্মকর্তা-কর্মচারীদের কার্যক্রম সার্বক্ষণিক তত্ত্বাবধান করারও নির্দেশ দেন মো. নজিবুর রহমান।
 
একই সাথে করদাতারা যাতে স্বচ্ছন্দে ও উৎসবমুখর পরিবেশে আয়কর, মূসক ও শুল্ক পরিশোধ করতে পারেন সে বিষয়ে সর্বদা সজাগ দৃষ্টি রাখারও নির্দেশ দেন তিনি।
 
কর প্রদানের ক্ষেত্রে করদাতারা যাতে হয়রানির সম্মুখীন না হন সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারীদের কঠোর মনিটরিং এর আওতায় রাখতেও নির্দেশ দেন।
 
বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরইউ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।