ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংক-ফিনিক্স ইন্স্যুরেন্সের চুক্তি সই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
সিটি ব্যাংক-ফিনিক্স ইন্স্যুরেন্সের চুক্তি সই

ঢাকা: সিটি ব্যাংক ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মধ্যে ‘ব্যাংকার ব্লাংকেটবন্ড’ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

শনিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, ‍সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন ও ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম জামিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

এ চুক্তির আওতায় সিটি ব্যাংককে বিভিন্ন ধরনের আর্থিক অপরাধ ও জালিয়াতি রোধ এবং আর্থিক ক্ষতির নিরাপত্তা দেবে ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সিটি ব্যাংকের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মাহবুবুর রহমান, হেড অব অপারেশন মাহিয়া জুনেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।