ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ন্যাশনাল ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
ন্যাশনাল ব্যাংকের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা: ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে ব্যাংকটি ১৯১টি শাখাকে ১৩টি গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ মার্চ) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১৩টি পৃথক সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপব্যাবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে উপব্যাবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান, ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন আব্দুস সোবহান খান, কুমিল্লায় ইভিপি ও হেড অব কার্ড ডিভিশন মো. মাহফুজুর রহমান, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ইভিপি ও হেড অব আইটি ডিভিশন কাজী কামাল উদ্দিন আহমেদ, বগুড়ায় এসভিপি ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন মো. জাহাঙ্গীর বিন হামিদ, প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনের এসভিপি ও হেড অব মনিটরিং সেল অরুণ কুমার হালদার, খুলনা আঞ্চলিক কার্যালয়ে এসভিপি ও খুলনার আঞ্চলিক প্রধান মেশকাত-উল-আনোয়ার খান, শরীয়তপুরে এসভিপি ও হেড অব জিবিডি মো. আব্দুল ওয়াহাব, নিমতলায় এসভিপি ও হেড অব আইসিসিডি মো. মনিরুজ্জামান, সিলেট আঞ্চলিক কার্যালয়ে ভিপি ও হেড অব ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মুন্সি আবু জাকারিয়া, গাজীপুরে ভিপি ও হেড অব এফএডি কৃষ্ণ কমল ঘোষ এবং ময়মনসিংহে এসএভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-২ মো. কায়সার রশিদ প্রমুখ।

সভায় বক্তারা চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রা অর্জন, সম্পদের গুণগত মান ঠিক রাখা, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহকদের গুণগত সেবাদান, শ্রেণিকৃত ঋণ আদায়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো, নন-পারফর্মিং লোন শূন্যে নামিয়ে আনা এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।