ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুবিধাবঞ্চিত ৮২ শিক্ষার্থীকে ইসলামী ব্যাংকের বৃত্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
সুবিধাবঞ্চিত ৮২ শিক্ষার্থীকে ইসলামী ব্যাংকের বৃত্তি

ঢাকা: চট্টগ্রামের ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ৮২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ইসলামী ব্যাংক।

সম্প্রতি চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এ শিক্ষাবৃত্তি দেওয়া হয়।



এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও শিক্ষা সামগ্রী তুলে দেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার নির্বাহী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জোদ্দা।

ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মুহাম্মদ আমীরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ সানাউল্লাহ, এনায়েত বাজার মহিলা কলেজের অধ্যক্ষ তাহুরীন সবুর, রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু ইফসুফ ও নিজামপুর কলেজের অধ্যক্ষ মো. রফিক উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী।

অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, দেশের সুবিধাবঞ্চিত মানুষকে শিক্ষিত ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার জন্য এ ব্যাংকের সিএসআর কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় তিনি দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আমীরুল ইসলাম বলেন, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকেই শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ ব্যবস্থাপনা, ক্রীড়া, শিল্প-সংস্কৃতি ও পরিবেশরক্ষাসহ বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, ইসলামী ব্যাংক সিএসআর খাতের আওতায় চলতি বছর এখন পর্যন্ত সুবিধাবঞ্চিত ১ হাজার ৫শ’ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।