ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি

ফ্যানের মটর ভর্তি ২ কন্টেইনার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
ফ্যানের মটর ভর্তি ২ কন্টেইনার জব্দ

ঢাকা: ক্যাপিটাল মেশিনারিজ ও এসি মটরের ঘোষণায় শুল্ক ফাঁকি দিয়ে আনা ফ্যানের মটর আনা দু’টি কন্টেইনার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার (১৪ মার্চ) কমলাপুর আইসিডি পোর্ট থেকে কন্টেইনার দু’টি জব্দ করা হয়।

এতে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য জানান।

মইনুল খান জানান, সিএনএফ এজেন্ট নূর ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে শাহিদুল এন্টারপ্রাইজ ও আল আমিন ইলেট্রনিক পণ্যগুলো আমদানি করে। দু’টি প্রতিষ্ঠান ক্যাপিটাল মেশিনারিজ ও এসি মটর আমদানির ঘোষণা দেয়। ১ শতাংশ শুল্ক প্রযোজ্য। কিন্তু তারা ফ্যান মটর নিয়ে আসে, যাতে ১৩১ শতাংশ শুল্ক প্রযোজ্য।

দু’টি কন্টেইনারে আনা পণ্যের মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। এতে মিথ্যা ঘোষণা দিয়ে ৭০ লাখ টাকার শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠান দু’টির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মইনুল খান।
 
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।