ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসডিজি অর্জনে প্রতিবছর ১৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসডিজি অর্জনে প্রতিবছর ১৫৩ বিলিয়ন ডলার প্রয়োজন

ঢাকা: জাতিসংঘ প্রণীত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) অর্জনে বাংলাদেশের প্রতিবছর ১০৯ দশমিক ৪ বিলিয়ন থেকে ১৫৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।

বোববার (২০ মার্চ) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ  ‘টেকসই উন্নয়ন লক্ষমাত্রা: বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে বিশ্বব্যাংক এ তথ্য জানান।

সংলাপে এসডিজি অর্জনের নানা চ্যালেঞ্জগুলো তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেইন।

তিনি বলেন, এসডিজি অর্জনের জন্য প্রতিবছর উন্নত দেশগুলোর জন্য ৫ থেকে ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। সে হিসেবে উন্নয়নশীল দেশ বাংলাদেশের জন্য প্রতিবছর ১০৯ দশমিক ৪ বিলিয়ন থেকে ১৫৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার দরকার হবে।

‘তবে উন্নত দেশের জন্য এ খাত অর্জনে প্রয়োজন ৩ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। ’

মূল প্রবন্ধে বলা হয়, এসডিজি অর্জনের জন্য বর্তমানে ৫৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ দরকার। কিন্তু আছে মাত্র ১০ বিলিয়ন। ঘাটতি রয়েছে ৪৯ দশমিক ৯ বিলিয়ন ডলার।

এরপরও বাংলাদেশ সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে নানা সমস্যা মোকাবেলা করছে। বর্তমানে সরকারি বিনিয়োগ জিডিপির ৬ দশমিক ৮ শতাংশ এবং বেসরকারি বিনিয়োগ ২১ থেকে ২২ শতাংশ।

এসডিজি অর্জনে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে মৌলিক অবকাঠামো, খাদ্য নিরাপত্তা, জলবায়ু চ্যালেঞ্জ, স্বাস্থ্য ও শিক্ষা খাত উন্নয়নে আরও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. এ বি মির্জা আজিজুল ইসলাম, অর্থনীতিবিদ প্রফেসর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সিপিডি’র নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমআইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।