ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেলো ন্যাশনাল ব্যাংক

অর্থনীতি-ব্যবসা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেলো ন্যাশনাল ব্যাংক

ঢাকা: এবার সেরা ১০ রেমিট্যান্স প্রবৃদ্ধি পুরস্কার পেয়েছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

রোববার (২০ মার্চ) ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর সোনারগাঁও হোটেলে ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে সেন্টার ফর এনআরবি‘র পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার গ্রহণ করেন ন্যাশনাল ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও মার্কিন দূতাবাসের চিফ অব পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স ব্র্যাড স্টিল ওয়েল উপস্থিত ছিলেন।        

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এএটি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।