ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটি শপিং মলে ‘বৈশাখী বাজার’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
পহেলা বৈশাখে বসুন্ধরা সিটি শপিং মলে ‘বৈশাখী বাজার’

ঢাকা: বাঙালির উৎসব পহেলা বৈশাখ। আর মাত্র কিছুদিন পরই পহেলা বৈশাখ-১৪২৩।

বৈশাখকে সামনে রেখে এরই মধ্যে শুরু হয়ে গেছে নানা পরিকল্পনা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, বাংলা একাডেমি, ধানমন্ডি রবীন্দ্র সরোবরের পাশাপাশি ফেয়ার ফেস্ট ভেন্যু, বসুন্ধরা সিটি শপিং মলেও আয়োজিত হতে যাচ্ছে বৈশাখী মেলা-১৪২৩।
 
এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

৪ দিনব্যাপী এ মেলাতেও এবারের বৈশাখের নতুন নতুন আয়োজন থাকছে। বাসন্তি শাড়ি, লাল টিপ আর চুড়ি, পাঞ্জাবি কিংবা ফতুয়া-তার সঙ্গে আছে হাল ফ্যাশন- নিজেকে সাজাবার জন্য আপনারও নিশ্চয়ই পরিকল্পনার কোনো শেষ নেই।

মেলার আয়োজক থার্ড আই সল্যুইশন জানায়, বৈশাখী মেলা-১৪২৩ এর ঠিক ৭ দিন আগেই (০৬ এপ্রিল-১১ এপ্রিল) একই ভেন্যুতে বৈশাখী সাজ সজ্জার কথা ভেবে ৬ দিনব্যাপী ‘বৈশাখী বাজার’ এর আয়োজন করা হচ্ছে।

এখানে দেশীয় পোশাক, সাজসজ্জা, বৈশাখী পণ্য সামগ্রী, ট্রেন্ড-ই ফ্যাশন পণ্য, বৈশাখী খেলনা, মেহেদী, ফেস পেইন্টিংসহ হাল ফ্যাশনের নানা পণ্য পাওয়া যাবে।

‘বৈশাখী বাজার ও মেলা-২০১৬’ তে স্টল নিতে আগ্রহীরা ০১৮৭৮ ৯৩৯ ৬৯৩-৫ এবং ০১৭১৫ ২৬৯ ৮৪৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।