ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করলো গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করলো গ্রামীণফোন ছবি: কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সঙ্গীতাঙ্গনের এক ঝাঁক তারকা শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতিতে নতুনরূপে জিপি মিউজিকের উদ্বোধন করলো গ্রামীণফোন। জিপি মিউজিকের মাধ্যমে অনলাইন ও অফলাইনে স্ট্রিমিং করে গান শুনতে পারবেন সঙ্গীতপ্রেমীরা।


 
রোববার (২০ মার্চ) সন্ধ্যায় বসুন্ধরায় জিপি হাউজে এক অনুষ্ঠানে জানানো হয়, গান শোনার ক্ষেত্রে জিপি মিউজিকে রয়েছে গানের সর্ববৃহৎ ডিজিটাল সংগ্রহ, যা সঙ্গীতপ্রেমীদের সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে।
 
জিপি মিউজিকে সম্প্রতি মুক্তি পাওয়া দেশি গানের পাশাপাশি আন্তর্জাতিক গানও পাওয়া যাবে হাতের নাগালে। গ্রাহকরা সহস্রাধিক গানের মধ্যে প্লে-লিস্টের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী লিস্ট তৈরি করে নিতে পারবেন।
 
গ্রামীণফোনের গ্রাহকরা প্রথম ৩০ দিন বিনামূল্যে জিপি মিউজিক উপভোগ করতে পারবেন এবং পছন্দের গান শুনতে পারবেন।
 
জিপি মিউজিকে কিংবদন্তী শিল্পীসহ নতুনদের গানও পাওয়া যাবে। আদিত, কণা, ন্যান্সি, ইমরান, তাহসান, শোয়েব, পূজা, তৌসিফ, আমিদ, মুন, প্রীতম, লুৎফর, বাপ্পা মজুমদার, জয়, পারভেজ, আরফিন, ব্রিচ, সানি, জুবায়ের, রাফা, পড়শী, শিকড়, বাংলাদেশ অল স্টারস, আর্টসেল ও মাইলসের জনপ্রিয় গান পাওয়া যাবে। ইতোমধ্যে জিপি মিউজিকে তাদের জনপ্রিয় গানগুলো পাওয়া যাচ্ছে।
 
গ্রাহকরা ফ্রি ট্রায়াল অফারসহ জিপি মিউজিকের যে কোন প্যাকেজ সাবস্ক্রাইব করলেই পাবেন বিনামূল্যে ২০ মেগাবাইট ফ্রি ইন্টারনেট।
 
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস গ্রামীণফোনের গ্রাহকরা উচ্চ মানসম্পন্ন ডিজিটাল সঙ্গীত পছন্দ করবেন। আমাদের এ বিশ্বাসেই জিপি মিউজিক।
 
তিনি বলেন, এক বছর কঠোর পরিশ্রমের অবশেষে সব সঙ্গীতপ্রেমীদের জন্য আমরা নিয়ে এসেছি একটি অসাধারণ সঙ্গীত প্ল্যাটফর্ম ‘জিপি মিউজিক’।
 
এ বছরের জুনের মধ্যে গ্রামীণেফোন থ্রিজি কাভারেজের মধ্যে নিয়ে আসবে, সেক্ষেত্রে জিপি মিউজিক আরও উপভোগ্য হবে বলে করেন তিনি।
 
জিপি মিউজিকে পাওয়া যাবে মিউজিকাস্টর, যেখানে একদল প্লেলিস্ট ক্রিয়েটর শ্রোতাদের পছন্দের ভিত্তিতে প্লেলিস্ট তৈরি করবেন।
 
অনুষ্ঠানে জিপি মিউজিকের বিস্তারিত তুলে ধরেন গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসির হোসেন।
 
তিনি বলেন, জিপি মিউজিকের মাধ্যমে প্রতিমুহূর্তে জীবনের শক্তিতে বেঁচে থাকার জন্য আমরা শ্রোতাদের উৎসাহিত করছি। এটাই বাংলাদেশি সঙ্গীতের ভবিষৎ।
 
গুগলের অ্যান্ড্রোয়েড স্টোর ও অ্যাপলের স্টোরে জিপি মিউজিক পাওয়া যাবে। এছাড়া ওয়েব ভার্সনেও (www.gpmusic.co) জিপি মিউজিক শোনার ব্যবস্থা রয়েছে।  
 
জিপি মিউজেকের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত সর্বশেষ আপডেট পাওয়া যাবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে আয়ুব বাচ্চু, হায়দার হোসেন, শ্রভ্রদেব, মাইল, সোলস ছাড়াও বিভিন্ন শিল্পী এবং কুশলীরাদের পাশাপাশি গ্রামীণফোনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিত্রনায়িকা দিতির মৃত্যুতে উদ্বোধনী অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
 
গ্রাহকদের কাছে পছন্দের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরে গ্রামীণফোন নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে জানিয়ে অনুষ্ঠানে বলা হয়, গ্রাহকদের জন্য উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া ছাড়াও প্রতিষ্ঠানটি শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনে নতুন সব ডিজিটাল সেবা নিয়ে আসছে।
 
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।