ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উত্তরায় ‘ডেইলি শপিং’য়ের আউটলেট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
উত্তরায় ‘ডেইলি শপিং’য়ের আউটলেট উদ্বোধন

ঢাকা: সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য সরবরাহে রাজধানীর উত্তরায় চেইনশপ ডেইলি শপিং’র ২৮তম আউটলেট উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি উত্তরায় ১০নং সেক্টরের ২নং রোডে নতুন এ আউটলেটটি উদ্বোধন করেন ডেইলি শপিংয়ের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম।



নিত্য প্রয়োজনীয় গৃহস্থালি পণ্য যেমন- চাল, ডাল, চিনি, দুধ, ঘি, মসলা, টয়লেটট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ ও প্লাস্টিক পণ্যসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্যই পাওয়া যাচ্ছে উত্তরার এ আউটলেটে।

সাইফুল ইসলাম বলেন, ডেইলি শপিংয়ে ক্রেতারা ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবেন। পাশাপাশি রয়েছে ফ্রি হোম ডেলিভারি ও ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে পণ্য ক্রয় ও সদস্য হওয়ার সুবিধা। এছাড়া ডেইলি শপিংয়ে রয়েছে নগদ মূল্যছাড় ও আকর্ষণীয় অফার।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের সাইট অ্যাকুইজেশন ম্যানেজার জহিরুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান, সাপ্লাই চেইন ম্যানেজার মাহবুব আলম, অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মিরাজ সরকার।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
আরএইচএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।