ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

লা মেরিডিয়ানে গ্রাহকদের জন্য রবি’র বিশেষ অফার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
লা মেরিডিয়ানে গ্রাহকদের জন্য রবি’র বিশেষ অফার

ঢাকা: রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন রবি’র গ্রাহকরা।
 
ধন্যবাদ কর্মসূচির আওতায় গ্রাহকদের এ সুবিধা প্রদান করতে সম্প্রতি একটি চুক্তি সই করেছে অপারেটরটি।



সোমবার (২১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 
চুক্তির আওতায় হোটেলটির লেটেস্ট রেসিপি রেস্টুরেন্টে রবি’র প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকরা ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের ক্ষেত্রে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন।
 
এছাড়াও লা মেরিডিয়ানের অন্যান্য রেস্টুরেন্টে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন যেকোনো রবি গ্রাহক।
 
ধন্যবাদ কর্মসূচির আওতায় CAT লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠিয়ে নিজের অবস্থান জানাতে পারবেন রবি গ্রাহকরা।
 
রবি’র কাস্টমার রিটেনশনের ভাইস প্রেসিডেন্ট রফিকুল হক ও লা মেরিডিয়ানের ফিন্যান্স বিভাগের ডিরেক্টর আফতাব আনসারি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
 
চুক্তি অনুষ্ঠানে রবি’র লয়েল্টি অ্যান্ড উইন-ব্যাকের জেনারেল ম্যানেজার তৌফিক ইমাম, ম্যানেজার ক্যাসপার রিচার্ড রয় এবং লা মেরিডিয়ানের মার্কেটিং কমিউনিকেশনের ম্যানেজার জেরীন সুলতানা লুপা, রেভিনিউ ম্যানেজার সাকিল পারভেজ, সেলস ম্যানেজার আফরা ইলহাম ও গ্র্যাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট ফারজানা ইয়াসমিন সুমি উপস্থিত ছিলেন।   
 
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
এমআইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।