ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে ইউনিটেক’র শো-রুম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
রাজশাহীতে ইউনিটেক’র শো-রুম উদ্বোধন

রাজশাহী: ইউনিটেক প্রডাক্টস বাংলাদেশ লিমিটেডের নবম শো-রুম উদ্বোধন করা হয়েছে রাজশাহীতে।

এ উপলক্ষে বুধবার (২৩ মার্চ) বিকেলে মহানগরীর কুমারপাড়া শো-রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শো-রুমটি উদ্বোধন করেন- ইউনিটেক প্রডাক্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার তারিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে রাজশাহী শো-রুমের ব্যবস্থাপক উজ্জ্বল হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।   

উজ্জ্বল হোসেন জানান, ইউনিটেক প্রডাক্টসের পণ্যে রয়েছে ৫ বছরের ওয়ারেন্টি। তাদের পণ্যের মধ্যে রয়েছে রেফ্রিজারেটর ও এসি। পণ্য কেনার পরে এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে বিনা খরচে সার্ভেসিং করা হবে এবং প্রয়োজনে পণ্যটি রিপ্লেসমেন্ট করা হবে।

এজন্য নিশ্চিন্তে পণ্যটি কিনে ব্যবহার করতে পারবেন ক্রেতারা।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইউনিটেক’র বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং ম্যানেজার একেএম হামিদুর রহমান, ডেপুটি ম্যানেজার (রিটেইল মার্কেটিং) ফাহদ আহমেদ, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক কলেজ পরিদর্শক ড. আনারুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।