ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে আধুনিক পেমেন্ট সিস্টেম নিয়ে সেমিনার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বরিশালে আধুনিক পেমেন্ট সিস্টেম নিয়ে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালে  “আধুনিক পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নিরাপদ ও কার্যকরী রেমিটেন্স”- শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের আয়োজনে ও এডিবির সহযোগিতায় বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ১২টায় নগরের বান্দরোডে অবস্থিত হোটেল গ্রান্ড পার্কের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।



এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার মহাব্যবস্থাপক নুরুল আলম কাজী।

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের পেমেন্ট সিস্টেম  বিভাগের মহাব্যবস্থাপক মো. ইস্কান্দার মিয়া।

বিশেষ অতিথি ছিলেন এডিবির সিনিয়র প্রজেক্ট অফিসার নাজমুল আলম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের আবাসিক মাইক্রো দূরদর্শী উপদেষ্টা  গ্লান টাস্কি।

ব্যাংকিং সেক্টরের লেনদেন আরও দ্রুতগতি, নিরাপদ ও সুরক্ষিত করতে এরই মধ্যে প্রবর্তিত পদ্ধতি রিয়েল টাইম গ্রোস সেটেলমেন্ট (আরটিজিএস) সম্পর্কে আলোচনা করা হয়।

উল্লেখ্য,২০১৫ সালের ২৯ অক্টোবর দেশে আরটিজিএস পদ্ধতি চালু হয়। যার মাধ্যমে একজন গ্রাহক নিজের ব্যাংক হিসাব থেকে অন্য ব্যাংকের যে কোনো গ্রাহকের হিসাবে তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারছেন।

সেমিনারে বরিশাল বিভাগের ৪০টি ব্যাংকের প্রতিনিধি, গ্রাহক প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।