ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফএসসি সার্টিফিকেট পেলো বসুন্ধরা পেপার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
এফএসসি সার্টিফিকেট পেলো বসুন্ধরা পেপার ছবি: দেলোয়ার হোসেন বাদল-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিবেশবান্ধব শিল্প হিসেবে আর্ন্তজাতিক স্বীকৃতি এফএসসি-সিওসি সার্টিফিকেট পেলো দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

 

সোমবার (০৪ এপ্রিল) সকালে বসুন্ধরা ইন্ড্রাস্টিয়াল হেড কোয়ার্টারে বসুন্ধরা গ্রুপের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সাফওয়ান সোবহানের কাছে এ স্বীকৃতি সনদ তুলে দেওয়া হয়।


 
এফএসসি’র স্বত্ত্বাধিকারী ইতালিয়ান প্রতিষ্ঠান রিনা’র সার্টিফিকেশন ম্যানেজার আসলাম খান এ সার্টিফিকেট হস্তান্তর করেন। এ সময় কেক কেটে সার্টিফিকেট প্রাপ্তি উদযাপন করা হয়।
 
রিনা হচ্ছে বিশ্বব্যাপী কাগজ এবং টিস্যু প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে এফএসসি’র (Forest Stewardship Council) সার্টিফিকেট প্রদানকারী প্রতিষ্ঠান।

বসুন্ধরা পেপার মিলসের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. মুস্তাফিজুর রহমান বলেন, পৃথিবীজুড়ে এখন মানুষ পরিবেশ বিষয়ে সচেতন হচ্ছেন। এক্ষেত্রে বিশ্বব্যাপী কাগজ তৈরির প্রতিষ্ঠানগুলোকে পরিবেশবান্ধবের স্বীকৃতি হিসেবে এফএসসি সার্টিফিকেট নিতে হচ্ছে। বাংলাদেশে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডই একমাত্র প্রতিষ্ঠান যারা এ সার্টিফিকেট পেলো।
 
তিনি বলেন, এ স্বীকৃতি পাওয়ার জন্যে প্রায় দেড় বছর সময় লেগেছে। যেসব কাগজ তৈরির প্রতিষ্ঠান বন ধ্বংস না করে নিজেদের প্লান্ট গাছ থেকে কাগজ তৈরি করে, কারখানা পরিবেশবান্ধব, যতো বেশি কাগজের রি-সাইকেল করা হয়, শিশুশ্রম করায় না- এ ধরনের কয়েকটি মানদণ্ডের ওপর এফএসসি সার্টিফিকেট প্রদান করা হয়।
 
উন্নত বিশ্বে এখন মানুষ কাগজ কিনতে গেলেও খেয়াল করেন, ট্যাগটি এফএসসি সার্টিফায়েড কি-না। মানুষ এখন অনেক সচেতন হচ্ছেন বলেও জানান মুস্তাফিজুর রহমান।
 
সার্টিফিকেট হস্তান্তর অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এমএন/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।