ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিলাসবহুল জিপ জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত বিলাসবহুল জিপ জব্দ

ঢাকা: রাজধানীর গুলশান-১ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানিকৃত একটি বিলাসবহুল পোরশে জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
 
বুধবার (০৬ এপ্রিল) বিকেলে গুলশান-১ এর টার্কিশ হোপ স্কুলের পাশে প্লট ৩৩, ১০ নম্বর বাসার গ্যারেজ থেকে জিপটি জব্দ করা হয়েছে।


 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক এসএম শামীমুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।
 
তিনি জানান, জিপটি ব্রিটিশ রেজিস্ট্রেশন নম্বর প্লেট (SF05AUM) ব্যবহার করা হয়েছে। এর মালিক প্যাসিফিক গ্রুপের সাইফুল আজম মহসিন। ধারণা করা হচ্ছে, কার্নেট সুবিধায় আমদানির পর জিপটি ফেরত পাঠানো হয়নি।
 
তিনি আরো জানান, জিপটি এক বছরের বেশি সময় ধরে ব্যবহার করছেন মহসিন। তবে কোনো কাগজপত্র দেখাতে পারেননি। দুই কোটি টাকার বেশি শুল্কসহ জিপটির মূল্য প্রায় তিন কোটির বেশি।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
আরইউ/জেডএস

** শতাধিক গাড়ি নজরদারিতে, ফেরত না দিলে ব্যবস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।