ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নত মানের পণ্য দেবে বাংলাদেশ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১৬
উন্নত মানের পণ্য দেবে বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশ রপ্তানি বাণিজ্যে বিশ্ববাসীর আস্থা অর্জন করেছে। ভারতের মনিপুরসহ এ অঞ্চলের চাহিদা মোতাবেক উন্নত মানের পণ্য রপ্তানি করতে আগ্রহী।

 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শুক্রবার (এপ্রিল ৮) মনিপুরের মুখ্যমন্ত্রী ওকরাম আইবোবি সিং -এর সাথে তার কার্যালয়ে একান্ত বৈঠককালে এ কথা বলেন।

তিনি বলেন, এখনে বাংলাদেশের তৈরি ফার্নিচার, পোশাক, ওষুধ, মাছসহ, খাদ্যপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় দেশ উপকৃত হবে। মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুল লতিফ বকসী বাংলানিউজকে এ তথ্য জানান।

তোফায়েল বলেন, ভারত বাংলাদেশের সাথে বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে অস্ত্র এবং মাদকদ্রব্য ছাড়া সকল পণ্যে রপ্তানিতে বাংলাদেশকে ডিউটি ও কোটা ফ্রি বাণিজ্য সুবিধা প্রদান করেছে। তবে কিছু ক্ষেত্রে কাউন্টার ভেলিং ডিউটি (সিভিডি) আরোপের কারণে আশানুরুপ পণ্য রপ্তানি হচ্ছে না।

আশা করা হচ্ছে উভয় দেশের আলোচনার মাধ্যমে এ ধরনের ডিউটি সমস্যা সমাধান করা সম্ভব হবে। মনিপুর বাংলাদেশের তৈরি উন্নতমানের পণ্য কম খরচে আমদানি করতে পারবে। বাণিজ্য বৃদ্ধি পেলে উভয় পক্ষ উপকৃত হবে।

মনিপুরের মুখ্যমন্ত্রী এ সময় বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশের তৈরি পণ্যেরও প্রচুর চাহিদা রয়েছে মনিপুরে।

বাংলাদেশের পণ্য মনিপুরে আসলে মানুষ ভালো মানের পণ্য সুলভমূল্যে পাবে। এ জন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মনিপুর বাংলাদেশের সাথে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী। উভয় দেশের সরকার ও ব্যবসায়ীরা আন্তরিক হলে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ, ভারত, ভূটান, মিয়ানমার সড়ক যোগাযোগ চুক্তি স্বাÿরিত হয়েছে। আনুষ্ঠানিক ভাবে যানবাহন চলাচল শুরু করলে এ অঞ্চলের সাথে বাংলাদেশের বাণিজ্য বহুগুণ বৃদ্ধি পাবে।

ভারতের নর্থ-ইস্ট রিজিয়নে বাংলাদেশের পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। তখন উভয় দেশের মধ্যে বাণিজ্য সুবিধা বৃদ্ধি পাবে। এ বিষয়ে মনিপুর রাজ্য সরকার এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ মনিপুরের সাথে বাণিজ্য বৃদ্ধি করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে। এ সময় বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাবার কথা উল্লেখ করেন।

মনিপুরের সাথে বাংলাদেশের বাণিজ্য বৃদ্ধির সুবিধার্থে মনিপুর চেম্বার এবং বাংলাদেশের এফবিসিসিআই এর মধ্যে একটি এমওইউ স্বাÿরিত হয়েছে। এ সময় মনিপুর রাজ্যের বাণিজ্য ও শিল্পমন্ত্রী গোভিনদাস কনথোজাম, মনিপুর চেম্বারের কর্মকর্তা এবং বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সফররত বাংলাদেশের এফবিসিসিআই-এর প্রেসিডেন্ট আব্দুল মতলুব আহমাদসহ প্রতিনিধি দলের সমস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।