ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কুমিল্লায় এক্সিম ব্যাংকের সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১৬
কুমিল্লায় এক্সিম ব্যাংকের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক্সিম ব্যাংকের কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ত্রৈমাসিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (০৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (০৮ এপ্রিল) কুমিল্লার বার্ডে দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া।

সম্মেলনে উপস্থিত ছিলেন- এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম সিরাজুল ইসলাম, সিরাজুল হক মিয়া ও মো. হুমায়ূন কবির।

সম্মেলনে হায়দার আলী মানি লন্ডারিং প্রতিরোধে শাখা ব্যবস্থাপকদের সজাগ থাকার আহ্বান জানান।

এসময় এ অঞ্চলে এক্সিম ব্যাংকের শাখা কর্মকর্তাদের এটিএম বুথ পরিচালনায়ও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সম্মেলনে কুমিল্লা অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা ও আঞ্চলিক প্রধানরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১৬
আরএইচএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।