ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় এসএমই পণ্য মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
খুলনায় এসএমই পণ্য মেলা শুরু

খুলনা: খুলনা কালেক্টরেট প্রাঙ্গনে শুরু হয়েছে ৫ দিনব্যাপী খুলনা আঞ্চলিক এসএমই পণ্য মেলা-২০১৬।  

বুধবার  (১৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় মেলার উদ্বোধন করেন খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান।

এর আগে সকাল নয়টায় শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

আগামী রোববার (১৭ এপ্রিল) পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে।

এসএমই ফাউন্ডেশন, খুলনা জেলা প্রশাসন, বিসিক, খুলনা চেম্বার, নাসিব, বাংলাদেশ ব্যাংক, এসএমই সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সম্পৃক্ত করে তাদের সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

খুলনার জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রি এবং ক্রেতা-বিক্রেতার সংযোগ স্থাপনের লক্ষ্যে এসএমই মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, খুলনা ও বরিশাল বিভাগের ৪৪টি এসএমই প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পণ্য নিয়ে এ মেলায় অংশগ্রহণ করছে।   মেলায় চামড়াজাত সামগ্রী, পাটজাত পণ্য, হ্যান্ডিক্রাফটস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পোশাক, ডিজাইন ও ফ্যাশানওয়ারসহ অন্য সেক্টরের স্বদেশি পণ্যের বিশাল সমারোহ রয়েছে।

আগামী ১৬ এপ্রিল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়ন, পণ্য উৎপাদন ও বিপণন কৌশল শীর্ষক প্রবন্ধের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে। পাঁচ দিনব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠান হবে ১৭ এপ্রিল বিকেল পাঁচটায়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।

মেলা প্রাঙ্গনে প্রতিদিন বিকেলে খুলনা শিল্পকলা একাডেমির শিল্পীরা প্রাসঙ্গিক এবং খুলনার ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রেক্ষাপট তুলে ধরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হকসহ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা,  এপ্রিল ১৩, ২০১৬
এমআরএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।