ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রিজার্ভ চুরির ফরেনসিক তদন্তের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
রিজার্ভ চুরির ফরেনসিক তদন্তের সময় বাড়লো

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে চলমান ফরেনসিক তদন্তের সময় বাড়িয়েছে কর্তৃপক্ষ।

 

বুধবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তদন্তের সময়সীমা নতুন করে ৭৩০ কর্মঘণ্টা অনুমোদন দেওয়া হয়।

বোর্ড সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা ব্রিফিং করে এ তথ্য জানান।

বিশ্বব্যাংকের সাবেক আইটি বিশেষজ্ঞ রাকেশ আস্তানার নেতৃত্বে এ তদন্ত চলছে। রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের আইটি দুর্বলতা বের করতে এ কাজের জন্য ১২০ কর্মঘণ্টা সময় দেওয়া হয় তদন্ত দলকে।

বোর্ড সভার বিষয়ে শুভঙ্কর সাহা বলেন, বাংলাদেশ ব্যাংকের আইটি সিকিউরিটি নিশ্ছিদ্র করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছিল তার বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। সাইবার অ্যাটাকের বিষয়ে ফরেনসিক যে ইনভেস্টিগেশন হচ্ছে, তার অগ্রগতি কতটুকু তা নিয়ে আলোচনা হয়েছে, এ কাজের বর্ধিত সময়ের আবশ্যকতা বিচারে তা অনুমোদন দেওয়া হয়েছে।

সময় কতটুকু বাড়ানো হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন করে ৭৩০ ঘণ্টা সময় অনুমোদন দেওয়া হয়েছে।

এদিকে পরিচালনা পর্ষদের সদস্য রুশিদান ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা নিশ্ছিদ্র করতে যা করা দরকার, তার জন্য সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রুশিদান ইসলাম জানান, রিজার্ভ চুরিতে বাংলাদেশ ব্যাংকের যে দুর্বলতা ফুটে ওঠেছে, তা নিরসনে যৌক্তিকভাবে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

বোর্ডের আরেক সদস্য জামাল উদ্দিন আহমেদ বলেন, রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে আমাদের পজিশন স্ট্রংগেস্ট।

মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি, সেই কমিটি রিপোর্ট দেওয়ার পরে এ ব্যাপারে ক্লিয়ার-কাট সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড সভায় আলোচনার বিষয়ে তিনি জানান, সাধারণ এজেন্ডা নিয়ে আলোচনা হয়েছে।

সাইবার সিকিউরিটি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আপডেট করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের গর্ভনর পদে ফজলে কবিরের যোগদানের পর দ্বিতীয় বোর্ড সভা এটি। প্রথম সভা এক সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়।

গভর্নরের সভাপতিত্বে সভায় অর্থ বিভাগের জ্যেষ্ঠ সচিব মাহবুব আহমেদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব নজিবুর রহমান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সচিব ইউনুসুর রহমান, ডেপুটি গভর্নর আবু হেনা রাজী হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৬
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।