ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর): ভারতের বিধানসভা নির্বাচন উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।  

শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ভারতের হিলি এক্সপোর্টস অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অশোক কুমার মন্ডল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন বাংলানিউজকে জানান, রোববার ভারতের পশ্চিমবঙ্গের হিলিসহ পুরো দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচন।  

এ কারণে ওই দিন ভারতে সরকারি ছুটি থাকবে। তাই সে দেশের রফতানিকারকরা কোনো পণ্য রফতানি বা আমদানি করবেন না।  
তবে সোমবার থেকে বন্দর দিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে বলে তিনি জানান।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্ট কর্তৃপক্ষ জানায়, বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, লোড-আনলোড, পণ্য ডেলিভারি দেওয়াসহ পাসপোর্টে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার চালু থাকবে।  

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৬
আরবি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।