ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রীমঙ্গলে স্যামসাংয়ের শো-রুম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
শ্রীমঙ্গলে স্যামসাংয়ের শো-রুম উদ্বোধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় স্যামসাংয়ের মোবাইল শো-রুমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চৌমুহনার ইয়াকুব শপিং সেন্টারে ফিতা ও কেককেটে শো-রুমের উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি গোপাল দেব চৌধুরী, স্যামসাংয়ের সিলেট জোনের এরিয়া ম্যানেজার মো. মাহমুদুন নবী, স্যামসাং মোবাইল শো-রুমের পরিচালক ইকরামুল ইসলাম ইমন, প্রাইম ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক কামরুল হোসেন ফাত্তাহ্, টেরিটরি সেলস ম্যানেজার রিংকু চন্দ্র সাহা, শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর এমএ সালাম প্রমুখ।

শ্রীমঙ্গল স্যামসাং মোবাইল শো-রুমের পরিচালক ইকরামুল ইসলাম ইমন বাংলানিউজকে বলেন, চায়ের রাজধানী শ্রীমঙ্গলে এই প্রথম বিশ্ববিখ্যাত স্যামসাং ব্রান্ডের নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। মোবাইল ব্যবহারকারীদের উন্নতমানের প্রযুক্তিসেবা দেওয়ার লক্ষ্যেই আমরা উৎকৃষ্টমানের স্যামসাং মোবাইল সেটগুলো বিক্রয় করছি।
 
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৬
বিবিবি/এএটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।